Header Ads

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সাধারণ জ্ঞান

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সাধারণ জ্ঞান

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সাধারণ জ্ঞান

  • বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র- ৪টি (ঢাকা, কক্সবাজার, পতেঙ্গা, খেপুপাড়া)
  • বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।
  • বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর- ঢাকার আগার গাঁয়ে অবস্থিত।
  • বাংলাদেশের আবহাওয়া অফিস- ৩৫টি।
  • সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র- ঢাকার আগার গাঁও অবস্থিত।
  • সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়- ২ জানুয়ারি ১৯৯৫ সালে।
  • বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র- ২টি। * বাংলাদেশ- ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
  • বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা- ২৬.৭০। * এদেশের বায়ুর আর্দ্রতা কম থাকে- শীত কালে।
  • বাংলাদেশের জলবায়ু- সম ভাবাপন্ন। | বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য- মৌসুমি বায়ু।
  • এদেশে কাল বৈশাখী বৃষ্টিপাত ঝড়ের কারণ- উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু। | বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না- উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে।
  • বাংলাদেশের আবহাওয়া দপ্তর কমপক্ষে- ১৮ ঘণ্টা পূর্বে বিপদ সংকেত দেয়।
  • SPARSO - ঢাকার আগার গাঁও এ অবস্থিত।
  • SPARSO - প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
  • SPARSO প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে।
  • বাংলাদেশ স্বতন্ত্র ঋতু- বর্ষাকাল। | বাংলাদেশে ঘড়ির কাটা ১ ঘণ্টা অগ্রগামী করা হয়- ১৯ জুন ২০০৯।
  • ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের সাহায্যের জন্য আসা মার্কিন টাস্কফোর্স- অপারেশন সী এঙ্গেল-১
  • ২০০৭ সালে ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের পরে সাহায্যের জন্য আসা মার্কিন টাক্সফোর্স অপারেশন সী এঙ্গেল- ২।
  • সিডর শব্দের অর্থ- চোখ।
  • আইলা শব্দের অর্থ- ডলফিন বা শুশুক।
  • লায়লা শব্দের অর্থ- মেঘ কালাে চুল।
  • ফিয়ান শব্দের অর্থ- বন্ধু।।
  • বাংলাদেশের সবচেয়ে বড় দিন ও ছােট রাত- ২১ জুন।
  • সবচেয়ে ছােট দিন ও বড় রাত- ২২ ডিসেম্বর। 
আরও পড়ুনঃ বাংলাদেশের মাটি ও ভূ-প্রকৃতি সাধারণ জ্ঞান

No comments

Powered by Blogger.
close