Header Ads

বাংলাদেশের ১২ জেলার ৭০ উপজেলা বন্যায় প্লাবিত স্রোতের টানে ভেসে গেছে একজন এসএসসি পরীক্ষার্থী

 

বাংলাদেশের ১২ জেলার ৭০ উপজেলা বন্যায় প্লাবিত

বাংলাদেশের ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। টিনই আরও বলেন, বর্তমানে ১২ জেলার ৭০ উপজেলা বন্যায় প্লাবিত। এছাড়া এর ভয়াবহ বন্যায় দুজনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আশা করছি মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করবে।

রবিবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

এনামুর বলেন, ‘বর্তমানে দেশের ১২ জেলার ৭০ উপজেলা বন্যায় প্লাবিত। নতুন করে ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একজন এসএসসি পরীক্ষার্থী স্রোতের টানে ভেসে গেছে। আরেকজন বয়স্ক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।’

তিনি বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী মঙ্গলবার থেকে বন্যাকবলিত এলাকায় পানি কমতে শুরু করবে।’

এনামুর রহমান বলেন, ‘সিলেটের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে সুনামগঞ্জে অপরিবর্তিত আছে। একইসঙ্গে হবিগঞ্জ ও মৌলভীবাজারে অবনতি হয়েছে। এই সময়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাটির দিকে অবনতি হতে পারে।’

No comments

Powered by Blogger.
close